সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন ৪ দিন পর বৈধ ঘোষণা
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে ৪র্থ থাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন। এর আগে গত সোমবার হাজীগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন। তবে তাকে আপিলের সুযোগ দেন রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোয়ায়েল হোসেন চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করে বলেন, হাজীগঞ্জের ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চুর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, আসছে ২৬ ডিসেম্বর হাজীগঞ্জের ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাচ্চু ঐ ইউনিয়নের বর্তমান পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।

গিয়াস উদ্দিন বাচ্চুর মনোনয়নপত্রের প্রস্তাবক তার ভাই (মৌসুমী ট্রেডার্সের মালিক) রূপালী ব্যাংক, পুরানা পল্টন কর্পোরেট শাখা থেকে লোন নিয়েছিলেন। সে লোনের জামিনদাতা ছিলেন গিয়াস উদ্দিন বাচ্চু। সে ঋণ খেলাপি হওয়ায় গিয়াস উদ্দিন বাচ্চুর মনোনয়ন বাতিল করা হয়।

হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৯৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৮৭জন সংরক্ষিত নারী সদস্য, ৭৭ জন চেয়ারম্যান ও বাকিরা সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন। সোমাবার যাছাই-বাছাই অনুষ্ঠিত হয়। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আপিল, ৩ থেকে ৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়