প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
গতকাল ৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে হাজীগঞ্জের ধেররায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় কুমিল্লার চান্দিনার ৩ যুবক। বোগদাদ পরিবহনের (নং- ঢাকা মেট্রো-ব ১৫-১৬৪৫) বাসের ঘাতক চালক আবদুর রাজ্জাক (২৫)কে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। একই বাসের কন্ডাক্টর রিপন (২৬) ও হেলপার পলাতক রয়েছে।
জানা যায়, বাসের চালক রাজ্জাক দুর্ঘটনা ঘটিয়ে বাসটিকে হাজীগঞ্জ বাজারে চালিয়ে নিয়ে ফেলে রেখে হেলপার ও কন্ডাক্টরসহ পালিয়ে যায়। পরে স্থানীয়রা চালককে আটক করে পুলিশে দেয়।
আটক চালক আবদুর রাজ্জাক জানান, কুমিল্লামুখী (হাজীগঞ্জগামী) তাদের বাসটি (বোগদাদ) চলন্ত অবস্থায় রিলাক্স পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো ল- ১৭-৫২৭৪) তাদের বাসের সম্মুখে এসে পড়লে দুর্ঘটনার শিকার হয়।
এদিকে খবর পেয়ে শুক্রবার বিকেলে নিহতদের স্বজন, বোগদাদ পরিবহন কর্তৃপক্ষ, জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং ঘাতক বাসের মালিক পক্ষের লোকজন হাজীগঞ্জ থানায় উপস্থিত হন। পরিবহনের কিছু নেতা চালককে ছাড়িয়ে নিতে ও বিষয়টি নিয়ে সমাধানের জন্য তোড়জোড় করতে দেখা গেছে।
হাজীগঞ্জ থানা এলাকায় নিহতদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, নিহত সোহাগ হোসেন চলতি বছর বিয়ে করেছেন। তার স্ত্রী ৭ মাসের সন্তানসম্ভবা। অপর নিহত মনির হোসেন দুই শিশু সন্তানের জনক এবং সুজন অবিবাহিত ছিলেন। তাদের মৃত্যুতে নিজ নিজ পরিবার, নিকট আত্মীয়-স্বজনের মাঝে এবং ওই এলাকায় (বেলাশ^র) শোকের ছায়া নেমে আসে।
বোগদাদ বাসের চালক আব্দুর রাজ্জাককে আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড বেলাশ^র এলাকার মৃধা বাড়ির মোঃ আব্দুল কাদেরের মেঝো ছেলে মোঃ মনির হোসেন (৩৭), একই এলাকার হাজী বাড়ির তাজুল ইসলামের বড় ছেলে মোঃ সোহাগ হোসেন (২৮) ও একই বাড়ির মোঃ মজনু মিয়ার বড় ছেলে মোঃ সুজন হোসেন (২৬) চাঁদপুর মোলহেডে ঘুরতে এসে উক্ত স্থানে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।