সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ৩ যুবকের
কামরুজ্জামান টুটুল ॥

কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের মোলহেড ঘুরতে আসার পথে হাজীগঞ্জের ধেররা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে ৩ যুবক। বোগদাদ পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারানো সকলের বাড়ি চান্দিনা পৌরসভা এলাকায়। শুক্রবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা হান্নান সিএনজি ফিলিং স্টেশন এলাকায়। এ ঘটনায় একই দিন সন্ধ্যায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করার জন্য লোক এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিহতরা হলেন- চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডের বেলাশ^র এলাকার বাসিন্দা মোঃ সোহাগ হোসেন (৩০), মোঃ মনির হোসেন (৩০) ও মোঃ সুজন হোসেন (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম নামের একজন জানান, চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী বোগদাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে এসে অন্য একটি গাড়িকে ওভারটেক করাকালে রং সাইডে চলে যায়। এ সময় বিপরীত দিক অর্থাৎ হাজীগঞ্জ থেকে চাঁদপুরগামী দুটি মোটরসাইকেল ঘটনাস্থল অতিক্রম করাকালে একটি মোটরসাইকেল রং সাইডে ঢুকে পড়া বোগদাদকে পাশ কেটে বেরিয়ে গেলেও পিছনের মোটরসাইকেলটি রং সাইডে থাকা বোগদাদের চাকায় সরাসরি পিষ্ট হয়ে যায়। পিষ্ট হওয়া ৩জনই দুর্ঘটনাস্থলে প্রাণ হারান। সামনের মোটরসাইকেলের বেঁচে যাওয়া তিন যুবকের আর্তচিৎকারে এলাকার হাজার হাজার মানুষ ঘটনাস্থলে চলে আসে। এ সময় সড়কে সকল ধরনের চলাচল বন্ধ হয়ে যায়।

পরে খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ জয়নাল আবেদীন নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

মোটরসাইকেলটি চাপা দিয়ে দ্রুতবেগে পালানোর সময় স্থানীয়রা বোগদাদ বাসটিকে ধাওয়া করে ধরতে ব্যর্থ হয়। এর পরে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে হাজীগঞ্জ বাজারে বাসটি রেখে ঘাতক বোগদাদ বাসের চালক পালিয়ে যায়। পরে পুলিশ বাসটি জব্দ করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়