প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০০:০০
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আজ চাঁদপুর আসছেন
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি একদিনের সরকারি সফরে আজ ৩০ নভেম্বর মঙ্গলবার চাঁদপুর আসছেন। তিনি আজ হাইমচর উপজেলার নীলকমল, হাইমচর ও গাজীপুর (আংশিক) ইউনিয়নের অফ-গ্রীড (চর) এলাকার নীলকমল চেয়ারম্যান বাজারে সাব-মেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়নের উদ্বোধন করবেন। পরে বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার ১ যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যা ৬টায় বড় স্টেশন মোলহেডে শিল্পকলা একাডেমীর ‘মধ্যরাতের মোলহেড’ নাটকের প্রদর্শনীতে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।