রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০

খলিশাডুলিতে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা প্রতিরোধে এলাকাবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা

সামাজিক অবক্ষয়গুলো শুরু হয় ঘর থেকে : অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন

সামাজিক অবক্ষয়গুলো শুরু হয় ঘর থেকে : অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন
হাছান খান মিসু ॥

মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা প্রতিরোধে এলাকাবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের খলিশাডুলির মঠখোলাস্থ জনু গাজীর মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সামাজিক অবক্ষয়গুলো শুরু হয় ঘর থেকে। আমরা যদি প্রত্যেকে নিজ ঘরে নিজের সন্তান, ভাই, নিজ আত্মীয়কে প্রতিহত করি তাহলে মাদকসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড সেখানেই সমাধান হয়ে যায়। এছাড়াও তিনি বলেন, কিশোর গ্যাং বর্তমান সমাজের একটি মারাত্মক ব্যাধি। এ ব্যাধি থেকে পরিত্রাণ পেতে হলে আইন-শৃঙ্খলা বাহিনীকে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ। তিনি তাঁর বক্তব্যে বাল্য বিবাহ ও মাদকের কুফল সম্পর্কে সকলকে অবহিত করেন এবং সকলকে সচেতন থাকার অনুরোধ করেন।

বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবদুল মান্নান ঢালীর সভাপতিত্বে আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ ওমর ফারুক মিয়াজির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজী, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশিদ হাওলাদার, চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মোজাম্মেল হক পাটওয়ারী, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদশর্ক বাপন সেন, বিট পুলিশ অফিসার এসআই ফারুক, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা যুবরাজ দাস, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শফিকুর রহমান ফিরোজ পাটওয়ারী, পল্লী চিকিৎক জওহরলাল আচার্য, বিপ্লব আচার্য, ব্রজ গোপাল আচার্য প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়