সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০

সমস্যার মাঝে এগিয়ে যাচ্ছে ঘাসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৭৮নং ঘাসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা সমস্যার মাঝেও শিক্ষার মানোন্নয়নে এগিয়ে যাচ্ছে। এ বিদ্যালয়ে ৬ জন শিক্ষক রয়েছেন। এদের মধ্যে ২ জন শিক্ষক ট্রেনিংয়ে রয়েছেন। চারজন শিক্ষক ১৩৮ জন ছাত্র-ছাত্রীকে পাঠদান করে যাচ্ছেন। বিদ্যালয়ে শিক্ষার মান ভালো। শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করে ছাত্র-ছাত্রীদেরকে নিজ সন্তানের ন্যায় পাঠদান করে যাচ্ছেন।

বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর ২০১৯ সালে এই প্রথম ১জন ছাত্রী বৃত্তি পেয়েছে। বিদ্যালয়ে ভবন সমস্যা রয়েছে।

বিদ্যালয়ের মাঠ ভরাট করা জরুরি। মাঠ ভরাট না থাকায় ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করতে পারে না। মাঠ ভেঙে পুকুরের সাথে মিশে গেছে। এতে করে মাঠ ছোট হয়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীরা ভালোভাবে খেলাধুলা করতে পারে না। শ্রেণিকক্ষ সংকট থাকায় পাঠদানে ব্যাঘাত ঘটছে।

সরজমিন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠ ভেঙে পুকুরে পড়ে গেছে। যার ফলে ছোট মাঠে ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করতে সমস্যা হচ্ছে। অপরদিকে শ্রেণিকক্ষ সংকট রয়েছে। বাউন্ডারী দেওয়াল প্রয়োজন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ মাহমুদা বেগম জানান, বিদ্যালয়ের মাঠ ভরাট করা একান্ত জরুরি এবং আরো ২টি শ্রেণি কক্ষ প্রয়োজন। বাউন্ডারি দেয়াল করলে ভালো হয়। আমরা সকল শিক্ষক মিলে নিজ সন্তানের মতো ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান করে যাচ্ছি। বিদ্যালয়ের সমস্যা সমাধান করা একান্ত জরুরি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়