রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ০০:০০

জেলা আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা

যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে মোবাইল কোর্ট

যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে মোবাইল কোর্ট
মিজানুর রহমান ॥

চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ নভেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বিগত মাসের সিদ্ধান্তসমূহ এবং অগ্রগতিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।

সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, শিক্ষামন্ত্রী ও স্থানীয় এমপির প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, শাহরাস্তি পৌরসভার মেয়র আব্দুল লতিফ, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, জেলা নির্বাচন অফিসার তোফায়েল হোসেন, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াস উদ্দিন পাটোয়ারী, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ঈসা রুহুরুল্লাহ, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল চন্দ্র সাহা প্রমুখ।

এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাগণসহ কমিটির সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে সদ্য যোগদানকারী বিসিএস ক্যাডারের ৮জন সদস্য তাদের বুনিয়াদী প্রশিক্ষণ হিসেবে ডিস্ট্রিক্ট মিটিংয়ের কার্যক্রম সম্পর্কে অবগত হওয়ার জন্যে এ সভায় অংশ নেন।

উন্মুক্ত আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন রাস্তার সমস্যা, মেলা চালু, শহরের যানজট নিরসন, কিশোর গ্যাং অপরাধ, কুয়াশার রাতে বাল্কহেড চলাচল বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম সহনীয় পর্যায় রাখতে বাজার মনিটরিং, পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে হয়রানি, অবৈধ সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ, অবৈধ ইটভাটা বন্ধে মোবাইকোর্ট পরিচালনাসহ অন্যান্য নানা বিষয়ের উপর আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাঁর বক্তব্যে বলেন, শহরে যানজটের মাত্রা বেড়ে গেছে। রাত ৮টার পর থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত শহরে ট্রাক ঢুকবে। দিনের বেলায় শহরে কোনো ট্রাক ঢুকতে পারবে না। এ বিষয়ে পূর্বের সভায় যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সে সিদ্ধান্তই বহাল থাকবে। রেজিস্ট্রেশনবিহীন অবৈধ সিএনজির বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা করবে। যাত্রীবাহী নৌযান ও যানবাহন অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা তা দেখা হবে এবং মোবাইল কোর্ট চলবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম সহনীয় পর্যায় রাখার জন্যে বাজার মনিটরিং জোরদার করা হবে।

তিনি বলেন, শীতের মৌসুমে ইটভাটা চালু হচ্ছে। এ জেলায় শতাধিক ইটভাটা অবৈধভাবে আছে। এই অবৈধ ইটভাটাগুলো বন্ধে পরিবেশ অধিদপ্তর থেকে প্রতিটি ইটভাটায় অভিযান চালানোর অনুরোধ করা হয়। পরিবেশ অধিদপ্তর না পারলে জেলা প্রশাসনের সাপোর্ট নিয়ে সেগুলো বন্ধ করা হবে।

জেলা প্রশাসক বলেন, যেসব ইটভাটা অবৈধভাবে চলছে তাতে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে এবং মাটির ক্ষতি হচ্ছে। এতো ইটভাটা এ এলাকার জন্য প্রয়োজন আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

ইউপি নির্বাচন বিষয়ে জেলা প্রশাসক বলেন, অন্যান্য জেলার তুলনায় চাঁদপুর সদরে সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে জনগণ ভোট দিতে পেরেছে, তাদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, ছোট-খাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই নির্বাচনকে নিয়ে। আমরা নির্বাচনের আগেই সমন্বয় সভা করি এবং তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম। অনেক জায়গায় চেষ্টা হয়েছে নির্বাচনের ফলাফল যাতে কেন্দ্রে না আসতে পারে, ব্যালট বাক্স ও ব্যালট পেপার যাতে রেখে যেতে হয়। সেই চেষ্টা সফল হয়নি। অনেকটা সফলভাবে আমরা এ নির্বাচনকে তুলে আনতে পেরেছি। এজন্যে তিনি নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অন্যান্যকে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক বলেন, আগামীতে যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আছে, সেগুলো যাতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে করা যায় সে চেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, জহিরাবাদ, ফতেহপুর ও এখলাশপুর ইউনিয়নের সীমানা নিয়ে জটিলতা রয়েছে। নির্বাচন কমিশন এবং জেলা নির্বাচন কর্মকর্তার সাথে এ ব্যাপারে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে যে এখানে নির্বাচন করার উপযোগী পরিবেশ আছে কিনা।

করোনার টিকার বিষয়ে জেলা প্রশাসক বলেন, ফাইজারের টিকা এসেছে। ১৮ বছরের নিচে যাদের বয়স এমন শিক্ষার্থীদের আমরা টিকা দেয়া শুরু করবো। এর জন্য আমরা একটি টিকা কেন্দ্র সিলেক্ট করেছি। এক্ষেত্রে আমরা আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজকে ঠিক করেছি। এর জন্যে এখানে এসির ব্যবস্থা করা হয়েছে। স্কুল সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি ৬টি টিকা বুথের জন্যে ৬টি এসির ব্যবস্থা করে দেয়ায় জেলা প্রশাসক তাঁকে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক বলেন, আমাদের মন্ত্রী মহোদয় যদি সময় পান তাহলে আগামীকাল মঙ্গলবার থেকে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেয়া কার্যক্রম শুরু করবেন। প্রথম দিন ২০০ জনকে দেয়া হবে।

চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয়মেলা বিষয়ে জেলা প্রশাসক বলেন, কেবিনেটকে জানানো হয়েছে। আরো কিছুদিন অপেক্ষা করার জন্যে বলেছে। কোভিড পরিস্থিতি দেখে তারা সিদ্ধান্ত জানাবে বলেছে। তিনি বলেন, চাঁদপুরে করোনা পরিস্থিতি ভালো অবস্থানে আছে। গত ২৪ ঘন্টায় ৮৭ জনের স্যাম্পল নেয়া হলেও তাদের মধ্যে একজনেরও কোভিড পাওয়া যায়নি। করোনা শনাক্ত ক্রমান্বয়ে কমে আসছে। তারপরও আমাদেরকে সচেতন ও সজাগ থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত মাস্ক পরিধান করা আর সবাইকে টিকা নিতে হবে। তাহলে আমরা সুরক্ষিত থাকতে পারবো। চাঁদপুরের কোভিড পরিস্থিতি আরো ভালো থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়