বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১৮:২২

ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা করা দলমত নির্বিশেষে সবার নৈতিক দায়িত্ব

..... মেজর মোয়াজ্জেম

নুরুল ইসলাম ফরহাদ
ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা করা দলমত নির্বিশেষে সবার নৈতিক দায়িত্ব

সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান পরিস্থিতে সারাদেশের ন্যায় এ উপজেলাতেও সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও সম্মিলিতভাবে কাজ করা ও কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মৌলি মন্ডল’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেজর মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথি বলেন, কোন ধরনের বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল, অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে একসাথে কাজ করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় নেওয়া হবে। আপনাদের রাজনীতি হউক গণমানুষের জন্য, ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শিল্পপতি মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মো. ইউনুছ, পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ হেলাল,প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান দুলাল, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়