রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২১, ০০:০০

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে মানুষের মাঝে হাহাকার চলছে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥ ॥

চাঁদপুরে তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ প্রমুখ।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজ দেশের মানুষ দিশেহারা। তেল, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে ব্যাপক হারে। দেশে আজ সাধারণ মানুষের মাঝে হাহাকার চলছে। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ’৯০-এর আন্দোলনের মতো আন্দোলনের প্রস্তুতি নিন। সাধারণ মানুষকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।

বক্তারা আরো বলেন, চাঁদপুরে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। তাঁর নেতৃত্বে যে কোনো আন্দোলন-সংগ্রামে বিএনপি প্রস্তুত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়