রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০

প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায় ৩টি পরিবারকে চাঁদপুর জেলা যুবলীগের ঘর প্রদান
স্টাফ রিপোর্টার ॥

১১নভেম্বর দক্ষিণপূর্ব এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা যুবলীগের উদ্যোগে ঘর প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের পুরাণবাজার দুধপট্টি এলাকায় ভার্চুয়ালি উক্ত মানবিক কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামছ (পরশ)। বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতী সন্তান, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন (নিখিল)। জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাহ উদ্দিন মোঃ বাবরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারী, ঝন্টু দাশ, সদস্য নিলু হাওলাদার, শেখ শরিফ আহমেদ, কালাম বকাউল প্রমুখ।

উল্লেখ্য, মানবিক সহায়তা হিসেবে সালাহউদ্দিন বাবরের তত্ত্বাবধানে ৩টি ঘর উপহার প্রদান করা হবে। এর মধ্যে একটি ঘরের চাবি গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে হস্তান্তর করা হয়। পুরাণবাজারের ত্যাগী কর্মী মোঃ রহুল আমিন বেপারী (রুলা)কে এ ঘর প্রদান করা হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় শ্রমজীবীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়