প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০
ইউপি নির্বাচনের ২য় ধাপে গতকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলায় ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট চলাকালে বিভিন্ন ভোটকেন্দ্র ও আশপাশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। এ সময় তিনি ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্যে উৎসাহিত করেন। এছাড়া তিনি ভোটকেন্দ্রের আশপাশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণসহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি এবং তৎপরতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁর সাথে ছিলেন।