রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় নাশকতার আগুনে পুড়লো এক এতিমখানা
মোহাম্মদ মহিউদ্দিন/ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের পনশাহী গ্রামের শানে মদিনা হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাদরাসা পরিচালনা পর্ষদ ও স্থানীয়রা। বুধবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, নাশকতামূলকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। আগুন লাগার সাথে সাথে এলাকার লোকজন আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে অগ্নিকাণ্ডে মাদরাসার এতিম ও আবাসিক ছাত্রদের বোর্ডিং, আসবাবপত্র, আধাপাকা মাদরাসা ঘরের ছাউনি, কাঠ-টিনসহ বিভিন্ন জিনিসপত্র ভস্মীভূত হয়।

খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুবাস ও কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) মানবিক সহায়তা হিসেবে মাদরাসার ৪০ জন এতিম ও আবাসিক ছাত্রকে নগদ বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, ৭/৮ দিন পূর্বেও রাতে কে বা কারা উক্ত এতিমখানা ও মাদরাসায় আগুন লাগিয়ে দেয়। এলাকার লোকজন আগুনের লেলিহান শিখা দেখে দ্রুত ছুটে এসে আগুন নিভায়। নাশকতামূলক এ অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্যে এলাকার লোকজন জোর দাবি জানায়।

গতকাল ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর অঞ্জনা খান মজলিশ। এ সময় তিনি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আদেশ দেন। তিনি ভোটারদের সাথে কথা বলেন, ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে ভোটারগণ ভোটের পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। ছবি-জেলা প্রশাসকের ফেসবুক আইডি থেকে সংগৃহীত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়