রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর সদরের সাত ইউনিয়নে নৌকার জয়

চাঁদপুর সদরের সাত ইউনিয়নে নৌকার জয়
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। সাতটির কোনোটিতে বিপুল ভোটের ব্যবধানে, আবার কোনোটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। বিজয়ী ৭টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন : ১নং বিষ্ণুপুর ইউনিয়নে নাছির উদ্দিন খান শামীম, ২নং আশিকাটি ইউনিয়নে মোঃ বিল্লাল হোসেন মাস্টার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মাসুদুর রহমান নান্টু, ৬নং মৈশাদীতে নূরুল ইসলাম পাটোয়ারী, ৮নং বাগাদী ইউনিয়নে বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ৯নং বালিয়ায় রফিকুল্লাহ পাটোয়ারী এবং ১২নং চান্দ্রা ইউনিয়নে খান জাহান আলী কালু। এদিকে ৫নং রামপুর ও ৭নং তরপুরচ-ী ইউনিয়নে আল-মামুন পাটোয়ারী (নৌকা) এবং ইমাম হাসান রাসেল গাজী (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেজন্যে এ দুটি ইউনিয়নে শুধু মেম্বার পদে ভোটগ্রহণ হয়েছে। গতকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার সদর উপজেলার ৯টি ইউনিয়নে এ ভোটগ্রহণ হয়।

এ নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে অর্থাৎ দলীয় প্রতীক নিয়ে নির্বাচন না করলেও কয়েকটি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা স্বতন্ত্র মার্কা নিয়ে নির্বাচন করেছেন। সে জন্যে ওই কটি ইউনিয়নে বিএনপি প্রার্থীর সাথেই আওয়ামী লীগ প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এছাড়া বিষ্ণুপুর ও আশিকাটি ইউনিয়নে নৌকা মার্কার সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে হাতপাখার প্রার্থীর সাথে।

বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীর সাথে যে ক’টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাহমাহমুদপুর ইউনিয়ন। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদুর রহমান নান্টুর প্রতিদ্বন্দ্বিতা হয় বিএনপির বর্তমান চেয়ারম্যান টেলিফোন প্রতীকের প্রার্থী স্বপন মাহমুদের সাথে। এ ইউনিয়নের কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে যে, সকল কেন্দ্রেই সরকার দলীয় প্রার্থীর পাশাপাশি সমান শক্তি নিয়ে ভোট কেন্দ্রে অবস্থান ছিল স্বপন মাহমুদের কর্মী সমর্থকদের। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নি। ইউনিয়নের সবকটি কেন্দ্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে এবং বেশ তৎপর ছিলেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার পূর্বাভাস পাওয়ামাত্র আইনশৃঙ্খলা বাহিনী মুহূর্তে হাজির হয়ে গিয়েছে। কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে টান টান উত্তেজনা থাকলেও কোনো সহিংস ঘটনা ঘটে নি।

শাহমাহমুদপুর ইউনিয়নের নয়টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটে ১২৪৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেন নৌকা মার্কার প্রার্থী মাসুদুর রহমান নান্টু। নান্টু পেয়েছেন ৫৬৬৩ ভোট, আর স্বপন মাহমুদ পেয়েছেন ৪৪১৫ ভোট। এছাড়া আশিকাটি ইউনিয়নে নৌকার প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হয় হাতপাখা মার্কার প্রার্থীর সাথে। এখানে বিজয়ী নৌকার প্রার্থী বিল্লাল মাস্টারের সাথে বিজিত হাতপাখার প্রার্থী মাসুদ গাজীর ভোটের ব্যবধান মাত্র ৩৫৪ ভোট।

অপর ৬টি ইউনিয়নে বিজয়ী এবং বিজিত প্রার্থীদের প্রাপ্ত ভোট হচ্ছে : বিষ্ণুপুরে বিজয়ী নাছির উদ্দিন খান শামীম (নৌকা) পেয়েছেন ১১৬৫২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী অজিউল্লাহ সরকার (হাতপাখা) পেয়েছেন ১৫১০ ভোট। আশিকাটি ইউনিয়নে বিজয়ী মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী (নৌকা) পেয়েছেন ৩৯৭৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ গাজী (হাতপাখা) পেয়েছেন ৩৬২৪ ভোট। মৈশাদী ইউনিয়নে বিজয়ী নূরুল ইসলাম পাটোয়ারী (নৌকা) পেয়েছেন ৭০৫৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর মোহাম্মদ ছালেহ (আনারস) পেয়েছেন ৪৭০ ভোট। বাগাদী ইউনিয়নে বিজয়ী বেলায়েত হোসেন গাজী বিল্লাল (নৌকা) পেয়েছেন ৮৪৩৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বরকত উল্লাহ খান (চশমা) পেয়েছেন ৩১৯৩ ভোট। বালিয়া ইউনিয়নে বিজয়ী রফিকুল্যা পাটোয়ারী (নৌকা) পেয়েছেন ৭৭১৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান ঢালী (টেলিফোন) পেয়েছেন ২৫২০ ভোট। চান্দ্রা ইউনিয়নে বিজয়ী খান জাহান আলী কালু পাটোয়ারী (নৌকা) পেয়েছেন ৯৮৩৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান বেপারী (আনারস) পেয়েছেন ২৯৩৫ ভোট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়