প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০০:০০
পর্যটন কেন্দ্র রেল মন্ত্রণালয়ই করবে, অন্য কাউকে ভূমি দেয়ার সুযোগ নেই : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন
চাঁদপুরর বড় স্টেশন মোলহেডে পর্যটন কেন্দ্র করার বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন চাঁদপুর কণ্ঠকে জানান, চাঁদপুরের ওই জায়গাটি (মোলহেড) রেলওয়ের অতিগুরুত্বপূর্ণ সম্পদ। সেখানে কোনো কিছু করতে হলে আমরাই করবো। রেলের জায়গায় অন্য মন্ত্রণালয় করতে যাবে কেন? স্থানীয়দের চাহিদার ভিত্তিতে সেখানে যদি পর্যটন কেন্দ্র করতেই হয় তবে তা রেল মন্ত্রণালয়ই করবে। অন্য মন্ত্রণালয়কে ভূমি স্থানান্তরের সুযোগ নেই।
|আরো খবর
'রেল মন্ত্রণালয় পর্যটন কেন্দ্র করার কোনো উদ্যোগ বা পরিকল্পনা করেছে কি-না' জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এখনও সে বিষয়ে ভাবিনি। স্থানীয় প্রশাসনের যদি কোনো পরিকল্পনা থাকে তবে জানাক তারা। আমাদের কাছে পর্যটন এরিয়া গড়ে তোলার প্লানিং পেশ করুক, আমরা সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলবো।
'পর্যটন কর্পোরেশন পর্যটন কেন্দ্র করার যে পরিকল্পনা করেছে তা রেল মন্ত্রণালয় বিবেচনা করবে কি-না'- জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, পর্যটনতো আমাদের কাছে জায়গা চেয়েছে, প্লানিং জমা দেয়নি। প্লানিং আমাদের কাছে এসে পৌঁছালে অবশ্যই বিবেচনা করা হবে।