রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ০০:০০

ইসলামপুরে দোকানে অগ্নিকাণ্ড, ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ইসলামপুরে দোকানে অগ্নিকাণ্ড, ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
এমরান হোসেন লিটন ॥

গতকাল সোমবার গভীর রাতে ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবাস্থ ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দুটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কনক এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন ও মুদি দোকানের মালিক নবী উল্লাহ জানান, অন্যান্য দিনের মতো তারা রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। হঠাৎ রাত তিনটার দিকে তারা দোকানের দিকে আওয়াজ শুনতে পান। পরে তারা ঘর থেকে বের হয়ে দেখেন তাদের দোকানে আগুন জ্বলছে। তাদের ডাকচিৎকার ও পাশের মসজিদের মাইকে মানুষজনকে ডেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। চাঁদপুরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে স্থানীয়রাসহ আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে কনক এন্টারপ্রাইজ ও নবীউল্লাহর মুদি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবীউল্লাহ চা ও মুদি দোকানের গ্যাসের চুলা থেকে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে পাশের জাকির হোসেনের কনক এন্টারপ্রাইজে আগুন ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এমনটা হতে পারে।

এ বিষয়ে কনক এন্টারপ্রাইজের মালিক মোঃ জাকির হোসেন মিয়াজী বলেন, তার দোকানটি মূলত ভ্যারাইটিস মালামালে পূর্ণ ছিলো। তিনি বিকাশ, নগদ, মোবাইলের লোড, মুদি মালামাল, হার্ডওয়্যার এবং বিভিন্ন ধরনের জুতাসহ বিভিন্ন মালামালের খুচরা ও পাইকারি বিক্রেতা। তার দোকানে সমস্ত মালামাল, নগদ ৯০ হাজার টাকা, দশটি মোবাইল সেটসহ সবকিছু আগুনে পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা হবে বলে তিনি জানান।

তিনি আবেগাপ্লুত হয়ে এ প্রতিনিধিকে বলেন, তার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। চাকরি শেষ হওয়ার পর বাবার পেনশনের টাকায় তিনি এই ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু আজ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেলো। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন।

অন্যদিকে নবী উল্লাহ বলেন, তার দোকানের ফ্রিজ, টিভি এবং মুদি মালামালসহ প্রায় ২/৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় সংসার নিয়ে তিনি এখন অসহায় হয়ে পড়েছেন।

জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেয়ার জন্যে ঘটনাস্থলে এসেছেন ২নং বালিথুবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন নয়ন, ১নং বালিথুবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজী, ২নং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুন-উর-রশিদ, ২নং বালিথুবা ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিএম হাসান তাবাসসুম, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়