রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০০:০০

আমরা সকল জাতি-ধর্ম মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়বো
রেদওয়ান আহমেদ জাকির ॥

‘আমরা সকল জাতি ধর্ম মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়বো। মানবিক মানুষ হতে হবে আমাদের। মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে সকলকে কাজ করতে হবে। সকল ধর্মেই সম্প্রীতির কথা বলা আছে’। গতকাল ৮ নভেম্বর সোমবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এ কথাগুলো বলেন।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য নির্মল গোস্বামী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া, মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ, উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা মোর্শেদুল আলম সিরাজী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা প্রমুখ।

সমাবেশ শেষে মতলব ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মতলব প্রেসক্লাবে মাসব্যাপী বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ধারাবাহিক পাঠ কার্যক্রম উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এ সময় তাঁর লেখা ‘নয়া উন্নয়ন পরিকল্পনার এক যুগ’ বইটি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেনের হাতে তিনি তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়