রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০০:০০

১শ’ ফুট রাস্তা ভাড়া দিয়ে ৩ জনে আদায় করে ৩৭ হাজার টাকা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বাবুরহাট বাজার নানামুখী দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এর প্রসিদ্ধি ও শৃঙ্খলা দিন দিন হারিয়ে যাচ্ছে। এ বাজারে একটি নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি থাকলেও বাজারের শৃঙ্খলা ও প্রসিদ্ধি ধরে রাখতে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না কমিটির কোনো সদস্য। অনেকটা নিষ্ক্রিয়ভাবেই রয়েছে এ কমিটি।

সম্প্রতি বাবুরহাট বাজার পরিদর্শন করে দেখা যায়, রাস্তার ওপর চলছে দোকান বসানোর মহোৎসব। দেখা যায়, বাজারে চলাচলের রাস্তার উভয় পাশে দোকান বসিয়ে ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। যার ফলে বাজারে চলাচলের রাস্তা সরু হয়ে যাওয়ায় মারাত্মক বেগ পেতে হচ্ছে ক্রেতা সাধারণের। এ বিষয়ে ক’জন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বাজারে চালসহ বিভিন্ন পণ্য ক্রয় করে রিকশা বা অটোবাইকে করে নিতে নানামুখী সমস্যার সম্মুখীন হই। রাস্তার দু’পাশে বসানো দোকানিরা তাদের মালামালের সাথে কোনো কারণে রিকশা বা অটোবাইক লেগে গেলে অকথ্য ভাষায় গালাগাল দেন ও তেড়ে আসেন।

কিসের ওপর ভিত্তি করে তারা এমন আচরণ করেন তা জানতে গেলে জানা যায়, তারা অগ্রিম জামানত ও মাসিক ভাড়া প্রদান করে দোকান বসিয়েছেন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, বাজারে রাস্তার ওপর বসা সকল দোকানই ভাড়ায় চালিত। কে ভাড়া দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যে দোকানের সামনের রাস্তায় যে বসা, সে দোকানিই তার থেকে অগ্রিম জামানত ও ভাড়া গ্রহণ করছেন। জানা যায়, অনেক দোকানের চাইতে রাস্তার দোকানের ভাড়া বেশি আদায় করা হচ্ছে।

রাস্তায় বসা দোকানের সবচেয়ে বেশি ভাড়া আদায় করা হয় পূর্ব-উত্তর ব্রীজ সংলগ্ন রাস্তায়। জানা যায়, এখানে প্রায় ১শ’ ফুট রাস্তা ভাড়া দিয়ে ৩ জনে মাসে ৩৭ হাজার টাকা অবৈধভাবে আদায় করছেন। এর মধ্যে খান ট্রেডার্সের স্বত্বাধিকারী ৭ দোকানিকে বসিয়ে মাসে অবৈধভাবে ভাড়া আদায় করছেন প্রায় ২৬ হাজার টাকা। মিতু ট্রেডার্সের স্বত্বাধিকারী ২টি দোকান বসিয়ে ৪ হাজার টাকা এবং মাহী ট্রেডার্সের স্বত্বাধিকারী ২টি দোকান বসিয়ে আদায় করছেন ৭ হাজার টাকা। বাজারে প্রায় অধিকাংশ সড়কই দখল করে রেখেছেন এ সকল অবৈধ দোকানিরা।

এ বিষয়ে পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি জানান, কয়েক মাস পূর্বে আমি বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরাসহ তাদেরকে মালামাল সরিয়ে নিতে নির্দেশ প্রদান করি। তারা এ বিষয়ে কোনো ধরনের কর্ণপাত করেনি। শীঘ্রই মেয়র মহোদয়ের নির্দেশক্রমে তাদেরকে উচ্ছেদ করে বাজারের পরিবেশ সুন্দর করা হবে।

বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান এ বিষয়ে বলেন, বাজারের পরিবেশ সুন্দর করতে ও অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে বাজার ব্যবস্থাপনা কমিটি পৌরসভাকে সর্বাত্মক সহযোগিতা করবে।

এদিকে বাবুরহাট বাজার ও আশপাশের এলাকার সমাজ সচেতনগণ তাদের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, বাবুরহাট বাজারে এমন পরিস্থিতি হয়েছে, যেকোন ধরনের দুর্ঘটনাজনিত পরিস্থিতি সামাল দেয়ার জন্যে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি প্রবেশ করতে বাধার সম্মুখীন হতে হবে। এঁরাসহ

ক্রেতা সাধারণগণ বাজারের বাহ্যিক পরিবেশ সুন্দর করতে ও সকলের চলাচলের পথ সুগম করতে পৌর মেয়রের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়