প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, জাতীয় সংসদের সরকারি দলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে আমাদের যে সকল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদেরকে বিজয়ী করতে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সরকারের সফলতাগুলো প্রতিটি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে পৌঁছে দিলে আমার দৃঢ় বিশ্বাস, জনগণ নৌকার প্রার্থীর পক্ষে রায় দিবে। এ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে তৃণমূল শক্তিশালী হবে। তৃণমূল শক্তিশালী হলে দলের সকল পর্যায়ে সকল ইউনিট শক্তিশালী হবে। তাই দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য মাঠ কাজ করতে হবে।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন ৭ নভেম্বর রোববার রাতে চাঁদপুর সার্কিট হাউজে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার পূর্বে দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের উপস্থাপনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
এ সময় জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি রাত ৯টায় সার্কিট হাউজে এসে পৌঁছলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) ফুলেল শুভেচ্ছা জানান।
এর পরপরই জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বেশ ক’টি অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভাশেষে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের অন্য সদস্যবৃন্দকে নিয়ে জেলা আওয়ামী লীগের বিগত বর্ধিত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির বিষয় নিয়ে আলাদা সভা করেন।
উল্লেখ্য, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার পথে যাত্রা বিরতিকালে রাতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে উল্লেখিত কর্মসূচি পালন করেন।