প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ০০:০০
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম একদিনের সফরে ৮ নভেম্বর সোমবার মতলবে আসছেন। তিনি সকাল ১০টায় মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সকাল পৌনে ১১টায় ২০২১-২২ অর্থ বছরে রবি/২০২২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান ও কম্বাইন্ড হারভেস্টার বিতরণের উদ্বোধন করবেন। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের লাইব্রেরীতে বই প্রদান করবেন। বিকেল ৩টায় মতলব দক্ষিণ উপজেলা অডিটরিয়ামে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকেলে ঢাকার উদ্দেশ্যে মতলব ত্যাগ করবেন।