রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০০:০০

অপহৃত স্কুল শিক্ষার্থী ১২দিন পর উদ্ধার ॥ আটক ১

অপহৃত স্কুল শিক্ষার্থী ১২দিন পর উদ্ধার ॥ আটক ১
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে ৯ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের ১২দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী রিন্টু প্রামাণিককেও আটক করেছে। পুলিশের একটি বিশেষ টিম অভিযান করে গত ৫ নভেম্বর শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভোলাইল এলাকা থেকে এই উদ্ধার ও আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে শনিবার দুপুরে ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় তার মেয়েকে অপহরণ করে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযুক্ত অপহরণকারী রিন্টু প্রামাণিককে আটক দেখিয়ে চাঁদপুর আদালতে ও ঐ শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

জানা গেছে, ফরিদগঞ্জ পৌর সদরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেণির ঐ শিক্ষার্থীর সাথে মুঠোফোনে রং নাম্বারের সূত্র ধরে অভিযুক্ত অপহরণকারী রিন্টু প্রামাণিকের পরিচয় হয়। এরই সূত্র ধরে রিন্টু প্রামাণিক ঐ শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখায়। ঐ প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৫ অক্টোবর সকালে প্রতিদিনের ন্যায় ঐ শিক্ষার্থী তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্ত অপহরণকারী রিন্টু প্রামাণিক জোরপূর্বক ঐ শিক্ষার্থীকে একটি সিএনজি অটোরিকশাযোগে অপহরণ করে নিয়ে যায়। এরপর ফরিদগঞ্জ থানা পুলিশ গত ৫ নভেম্বর শুক্রবার রাতে র‌্যাব-১১-এর সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভোলাইল এলাকার মোল্লা টাওয়ার সংলগ্ন জনৈক সাইফুল ইসলাম হুজুরের বাড়ি থেকে ঐ শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারী রিন্টু প্রামাণিককে আটক করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে। পরে এ ব্যাপারে শনিবার দুপুরে ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে রিন্টু প্রামাণিককে প্রধান আসামী ও তার পিতা-মাতাসহ ৪ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

পুলিশ অপহরণকারী রিন্টু প্রামাণিককে আটক দেখেয়ে ৬ নভেম্বর শনিবার দুপুরে চাঁদপুর আদালতে ও ঐ শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্যে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ঐ শিক্ষার্থীকে উদ্ধার, মামলা দায়ের ও অভিযুক্তকে আটকের চাঁদপুর আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়