রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০০:০০

ইন্দোনেশিয়ায় মৃত মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ দেশে আসছে আজ
হাছান খান মিসু ॥

চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাটের মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার শাহাদাত (নোমান)-এর মরদেহ আজ দেশে আসছে। ইন্দোনেশিয়া থেকে তার মরদেহ রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছবে বলে তার বাবা মোঃ আবদুর কাদের মিয়া নিশ্চিত করছেন। তার জানাজার নামাজ আগামীকাল ৮ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯টায় বাবুরহাট মডেল টাউন ড্যাফোডিল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

মৃত মেরিন ইঞ্জিনিয়ার ইন্দোনেশিয়ায় একটি হাসপাতালে গত ৩০ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় ৩টা ২০মিনিটে ইন্তেকাল করেন। ইঞ্জিনিয়ার আনোয়ার শাহাদাত জাহাজ থেকে ৩ নভেম্বর দেশে ফেরার জন্যে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে কোয়ারেন্টাইানে ছিলেন বলে জানা যায়। তার কী কারণে মৃত্যু হয়েছে, এ বিষয়ে তদন্তের পর জানা যাবে বলে জানা যায়।

আনোয়ার শাহাদাতের মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৫ বছর। মৃত্যুকালে তিনি মা, বাবা, ১ ভাই ও ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইঞ্জিনিয়ার আনোয়ার শাহাদাত চাঁদপুর জেলার ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাবেক সভাপতি ও ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কাদের মিয়ার ছোট ছেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়