রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০০:০০

নারী বন্দিদের সাথে থাকা শিশুর মাঝে জেলা প্রশাসকের উপহার সামগ্রী বিতরণ
স্টাফ ররিপোর্টার ॥

চাঁদপুর জেলা কারাগারে বিভিন্ন দণ্ডে সাজাপ্রাপ্ত নারী বন্দিদের সাথে থাকা তাদের কোমলমতি শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

৪ নভেম্বর বৃহস্পতিবার জেলা কারাগার পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক কোমলমতি শিশুদের এ সহযোগিতা করেন।

এ সময় জেলা কারাগারে অবস্থান করা মায়ের সাথে থাকা ৪ জন কোমলমতি শিশুর হাতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ পোশাক, খেলনা সামগ্রী, চকলেট, চিপস ও বিস্কুট তুলে দেন। পাশাপাশি তিনি সমাজসেবা অধিদফতরের আওতাভুক্ত চাঁদপুর জেলা অপরাধ সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ থেকে চাঁদপুর জেলা কারাগারে ২ টি টেলিভিশন হস্তান্তর করেন।

এ ব্যাপারে চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার জানান, জেলা প্রশাসক মহোদয় সমাজসেবা অধিদফতরাধীন অপরাধ সংশোধন ও পুনর্বাসন সমিতির তহবিল থেকে হাজতী ও কয়েদীদের বিনোদনের জন্য ২টি টেলিভিশন এবং শিশুদের জন্য পোশাক ও কিছু খাবার সামগ্রী জেল সুপারের মাধ্যমে হস্তান্তর করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মোঃ মনিরুল ইসলাম, জেল সুপার মোঃ মোঃ গোলাম দস্তগীর প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়