প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের মোলহেডের নিকটস্থ মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনস্থলে এমভি লামিয়া নামের লঞ্চের ধাক্কায় খেয়া পারাপারের একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নাছিমা বেগম (৩৫) নামে এক যাত্রী নিখোঁজ এবং ৪ যাত্রী আহত হয়েছে। নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরে ও লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে। ৫ নভেম্বর শুক্রবার বেলা বারোটার সময় এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। নিখোঁজ নাছিমা শরীয়তপুরের উত্তর তারাবুনিয়ার সালেহ আহমদ মাসুদের স্ত্রী।
খবর পেয়ে চাঁদপুর কোস্টগার্ড ও নৌ-ফায়ার সার্ভিস টিম ডুবুরি নামিয়ে নিখোঁজ যাত্রীকে উদ্ধারে কাজ করেছেন।
এদিকে দুর্ঘটনা ঘটিয়ে লঞ্চটি দ্রুত ঢাকার উদ্দেশ্যে চলে যাওয়ার চেষ্টা করলে নৌ-পুলিশ মোহনপুর থেকে আটক করে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসে।
নৌ-পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকাতিয়া নদীর কয়লাঘাট ধরে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ওই সময় বড় স্টেশন মোলহেড এলাকার একটি খেয়া নৌকা চরের ট্রলার যাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাকে সজোরে ধাক্কা দিলে নৌকায় থাকা যাত্রীরা নদীতে ছিটকে পড়ে। এ সময় নৌকা ডুবে একজন নারী যাত্রী নদীতে তলিয়ে যায় এবং অন্য যাত্রীরা কম-বেশি আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এমভি লামিয়া লঞ্চটি ডামুড্যা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে। ডামুড্যা থেকে আসার পর ওই লঞ্চটি মেঘনা নদীর চাঁদপুর বড় লঞ্চঘাটে না ভিড়িয়ে নদী বন্দরের পুরাতন লঞ্চঘাটে ভিড়ায়। সেখান থেকে যাবার সময় এ দুর্ঘটনা ঘটায়।
এ ব্যাপারে চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম জানান, লঞ্চটি এ ঘাটে আসার কথা নয়, চাঁদপুর মাদ্রাসা ভিড়ার কথা। কেনো সেখানে গেলো সে ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। লঞ্চের বিরুদ্ধে নৌ-পুলিশ কর্তৃক মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।