প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০০:০০
হাইমচর প্রেসক্লাবে অনিয়ম ও জালিয়াতির প্রতিবাদে সিনিয়র সাংবাদিকদের পদত্যাগের হিড়িক পড়েছে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রেসক্লাবের ন্যূনতম নিয়ম-নীতি ও যোগ্যতার তোয়াক্কা না করে এক ব্যক্তির সিদ্ধান্তে যাকে-তাকে সদস্য করে হাইমচর প্রেসক্লাবকে কলুষিত করায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা জানান।
গতকাল ৫ নভেম্বর শুক্রবার সকাল থেকে হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম শফিক, প্রেসক্লাব সদস্য জিএম জহির, জাহাঙ্গীর হোসেন সিকদার, সিনিয়র সহ-সভাপতি ফারুকুল ইসলাম, সহ-সভাপতি জিএম ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, প্রচার সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক শরীফ হোসাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদসহ প্রেসক্লাবের পদ ও সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে নিজ নিজ আইডি থেকে স্ট্যাটাস দেন।
বর্তমানে হাইমচর উপজেলার সর্বত্র দায়িত্বশীল সিনিয়র সাংবাদিকদের প্রেসক্লাব থেকে ঢালাও অব্যাহতির বিষয়টি নিয়ে সচেতন মহলসহ চায়ের আড্ডায় আলোচনার ঝড় বইছে। এক কথায় ‘হাইমচর প্রেসক্লাব’ টক অব দ্যা হাইমচরে পরিণত হয়েছে।