প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ০০:০০
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল বৃহস্পতিবার। বাছাইয়ে আওয়ামী লীগের প্রার্থীসহ ২ চেয়ারম্যান ও ২ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিঃ রেজাউল করীম ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন গাজীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। কলাকান্দা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী জান্নাতী আক্তার ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শিল্পী আক্তারের মনোনয়নপত্রও বাতিল হয়েছে।
ঋণখেলাপি হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিঃ রেজাউল করীম ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন গাজীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জান্নাতী আক্তার ও শিল্পী আক্তারের মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণ হচ্ছে বয়স কম হওয়া।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিটন হোসেন বলেন, মতলব উত্তর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাছাইয়ের পর চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৫৫ জন প্রার্থী রয়েছে। চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে ১৩ জন, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকে ৭ জন, জাকের পাটির মনোনীত ১জন ও স্বতন্ত্র প্রার্থী ২৪ জন।
ইতিমধ্যে ৩ চেয়ারম্যান, ২ সংরক্ষিত মহিলা সদস্য ও ৫ সাধারণ সদস্য একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হওয়ার পথে।