প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ০০:০০
আজ ৫ নভেম্বর শুক্রবার মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৩ বছরপূর্তি হতে যাচ্ছে। এ উপলক্ষে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে : আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, সদস্য ভাই-বোনদের শপথগ্রহণ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা খাতুন। সকল অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।