রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন

মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছে ফায়ার সার্ভিস কর্মীরা : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছে ফায়ার সার্ভিস কর্মীরা : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
মোঃ আবদুর রহমান গাজী ॥

সারাদেশের ন্যায় চাঁদপুরেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ৪ নভেম্বর সকাল ১১টায় চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করা হয়। ১ম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চমৎকার আয়োজনে দুর্যোগকালীন সময়ে কীভাবে দুর্যোগ মোকাবেলা করা হয়, তার সংক্ষিপ্ত মহড়া দেখানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সুরক্ষা বিভাগের একটি সুশৃঙ্খল বাহিনী হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। দুর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিস সবার আগে সাহস ও বীরত্বের সাথে ছুটে যায়। দুর্ঘটনার সময় আমরা ফায়ার সার্ভিসকে ডাকি, লাল টুপি দেখলেই বুঝতে পারি তারা চলে এসেছে। এদেশের মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করছে। বর্তমান সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অনেক উন্নতমানের সরঞ্জামসহ লজিস্টিক সাপোর্ট দিয়েছে। তিনি আরো বলেন, মানুষের অসচেতনতার কারণে অগ্নিকাণ্ডে অনেক ক্ষতি হয়ে থাকে। যানজট ফায়ার সার্ভিসের কাজের একটা বড় সমস্যা। মানুষের সাথে পাল্লা দিয়ে বেড়েছে যানজট। যানজট থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের রাস্তাগুলো প্রশস্ত করতে হবে। এক্ষেত্রে সবার সমন্বয় দরকার হবে। তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্য করে বলেন, দুর্যোগকালীন সময়ে আপনাদের সচেতন হতে হবে। অনেক সময় কিছু সংখ্যক মানুষ দুর্যোগকালীন সময়ে ছবি বা ভিডিও করতে থাকে, কিন্তু কীভাবে আগুন নেভানো যাবে তার খেয়াল থাকে না। মানুষের জীবনহানি বা সম্পদহানি হয়-এমন কোন কাজ করা যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান তাঁর বক্তব্যে বলেন, দুঃসময়ে যিনি মানুষের পাশে যান তিনিই চরম বন্ধু। ফায়ার সার্ভিস তেমনই একটি সংস্থা। যেকোনো সঙ্কটে যে কোনো সময়ে ফায়ার সার্ভিস এগিয়ে যায়। বিগত সময়ের ৯০ শতাংশ বাড়িই বিল্ডিং কোড দেখে বানানো হয় নি। বিকল্প রাস্তা ছাড়া এ শহরে বাঁচার কোনো সুযোগ নাই। আমি দায়িত্ব নেয়ার পর ৭ তলার উপরে বাড়ির অনুমোদন দেয়া হয়নি। আমরা একটা নিয়মের মধ্যে আসতে চাই। বিল্ডিং কোডের ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কমান্ডার রবিউল আল-আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ মঈনুল ইসলাম ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

স্বাগত বক্তব্য রাখেন আলোচনা সভার সভাপতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সাহিদুল ইসলাম। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চমৎকার আয়োজনে দুর্যোগকালীন সময়ে কীভাবে দুর্যোগ মোকাবেলা করা হয়, তার সংক্ষিপ্ত মহড়া দেখানো হয়। পরে জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এ মহড়ায় অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়