প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ০০:০০
বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার ২০ জন চিকিৎসককে সংবর্ধনা দিয়েছেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। ৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নাওড়া গ্রামের নিজ বাড়িতে তিনি এ সংবর্ধনার আয়োজন করেন। অত্যন্ত আনন্দঘন পরিবেশে ফুল দিয়ে চিকিৎসকদের বরণ করে নেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। সংসদ সদস্যের আমন্ত্রণ পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে উপস্থিত হন ২০ জন চিকিৎসক। মেজর (অবঃ) রফিকুল ইসলাম একে একে সবার সাথে পরিচিত হন এবং হাস্যোজ্জ্বলভাবে সবার সাথে কুশল বিনিময় করেন।
তিনি বলেন, তোমাদের বাবা-মায়ের অবদানের কথা স্মরণ রাখতে হবে। বাবা-মায়ের অবদান ছাড়া পৃথিবীতে কেউ দাঁড়াতে পারেনি। বাবা-মায়ের অবদানের কথা স্মরণ করে রোগীদের সেবা দিতে হবে।
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সেবার মানসিকতা নিয়ে অসহায়-গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে। জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। সংবর্ধনা শেষে চিকিৎসকদের সাথে তিনি দুপুরের খাবার খান। স্থানীয় সংসদ সদস্যের এ উদ্যোগ সকলের কাছে প্রশংসনীয় হয়। এ সংবর্ধনা দিয়ে সারাদেশে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আঃ লতিফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান প্রমুখ।