প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ০০:০০
৩ নভেম্বর বুধবার চাঁদপুরে ২জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ১২১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ছিলো ১.৬৫ শতাংশ। নতুন শনাক্ত হওয়া দুইজন হলো : চাঁদপুর সদর উপজেলায় ১ জন ও হাজীগঞ্জ উপজেলায় ১ জন।
এদিকে নতুন শনাক্ত হওয়া ২জনসহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ১৫ হাজার ১০ জন। এর মধ্যে মারা গেছে ২৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪৬৬৪ জন, চিকিৎসাধীন আছেন ১০৭ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে এ সব তথ্য।