প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের সংরক্ষিত পদে নারী প্রার্থী ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। এ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী মেম্বার প্রার্থী হাসিনা ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাত ১১টায় ইন্তেকাল করেন। আসন্ন ১১ নভেম্বরের নির্বাচনে তিনি মাইক প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন।
হাসিনা ইসলামের মৃত্যুতে মৈশাদী ইউনিয়নে নির্বাচন চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসাইন। চাঁদপুর কণ্ঠকে তিনি জানান, মৈশাদী ইউনিয়নে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত নারী মেম্বার পদে ৩ জন প্রার্থী অংশ নেন। একজন প্রার্থী মৃত্যুবরণ করায় এখন দুজন প্রার্থীর মধ্যে নির্বাচন চলমান থাকবে।
জানা যায়, নারী মেম্বার প্রার্থী হাসিনা ইসলাম মৃত্যুর পূর্বে দুদিন চাঁদপুর আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শারীরিক অসুস্থতার জন্যে ভর্তি ছিলেন। গতকালই তিনি বাড়িতে আসেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদিকা পদে দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর। তিনি স্বামী, ১ ছেলে ও ২ মেয়ে, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর তার জানাজার নামাজ ও দাফন অনুষ্ঠিত হয়।