প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ০০:০০
৩ নভেম্বর জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা ও কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের নেতৃত্বে নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার তালুকদারসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।