প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ০০:০০
গরিবের আইনজীবী হিসেবে খ্যাত বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য এবং সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল বাসেত মজুমদারের স্মরণসভা ও দোয়া চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বুধবার সকাল ১০টায় সমিতি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ আহছান হাবীব। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ জামিল হায়দার বুলবুল।
স্মরণসভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ ফজলুল হক সরকার, অ্যাডঃ সেলিম আকবর, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের স্পেশাল পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, অ্যাডঃ লতিফ শেখ, অ্যাডঃ মোঃ মোবারক হোসেন, অ্যাডঃ মোঃ শাহাদাত হোসেন, অ্যাডঃ রুহুল আমিন সরকার, অ্যাডঃ তোফাজ্জেল হোসেন মিয়া, অ্যাডঃ মোহাম্মদ বাবর বেপারী, অ্যাডঃ খোরশেদ আলম তালুকদার বাবুল, অ্যাডঃ শাহআলম ফরাজী প্রমুখ।
স্মরণসভায় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আবদুল বাসেত মজুমদার গরিবের আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন সর্বত্রই। তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায়বিচার নিশ্চিতকরণে তাঁর ছিলো অসামান্য অবদান। গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে তিনি আদালতকে সবসময় সহযোগিতা করেছেন। তাঁর কর্মের কারণে এবং দরিদ্র মানুষের আইনজীবী ছিলেন বলেই চাঁদপুরসহ সর্বত্রই তাঁকে স্মরণ করা হচ্ছে। সুপ্রীম কোর্টের অনেক নামকরা আইনজীবীও তো মারা গেছেন, কিন্তু ঢাকার বাইরে কোথাও তাঁদেরকে স্মরণ করা হয়নি। শুধুমাত্র আইনজীবীদের সহযোগিতাকারী মরহুম আঃ বাসেত মজুমদারকেই সর্বত্র স্মরণ করা হচ্ছে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি থেকে আব্দুল বাসেত মজুমদারকে তাঁর আইন পেশার ৫০ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছিলো। ওই সময় তিনি তাঁর নামের আবদুল বাসেত মজুমদার কল্যাণ ট্রাস্ট থেকে ২লক্ষ টাকা সমিতিকে প্রদান করেছেন। যা সমিতির ফান্ডে দিন দিন বেড়েই চলেছে। আমাদের সকল আইনজীবীর মনে রাখতে হবে, আমরা যা কিছু করবো চিন্তা-ভাবনা নিয়েই সকল কিছু করতে হবে। আমাদের ভুলের জন্য যেনো বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে।
উল্লেখ্য, ১৯২৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লালমাই উপজেলার শানিচোঁ গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল বাসেত মজুমদার। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ^বিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নেয়ার পর তিনি এই পেশায় যোগ দিয়েছিলেন। গত ২৭ অক্টোবর সকাল সোয়া ৮টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান।