রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০০:০০

১০ ইউনিয়নে নৌকা প্রত্যাশী ৭২ জন
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ ১০টি ইউনিয়নে বর্ধিত সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে। গত ২৩ অক্টোবর রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার মধ্য দিয়ে শুরু হয় সভার কাজ গত ৩০ অক্টোবর সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার মধ্য দিয়ে সম্পন্ন হয় ১০ ইউনিয়নের বর্ধিত সভা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বর্ধিত সভার কাজ সম্পন্ন হওয়ায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্বস্থির নিঃশ^াস ফেলেছেন।

এবারের ইউপি নির্বাচনে ইউনিয়নভিত্তিক নৌকার মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী। শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার নৌকা প্রত্যাশী ৭২ জন। সূচীপাড়া উত্তর ইউনিয়নে নৌকা প্রত্যাশীদের তালিকা সবচেয়ে বেশি। এ ইউনিয়ন থেকে ১২ জন নৌকা পেতে তালিকায় নাম লেখিয়েছেন। এরপরই রয়েছে টামটা দক্ষিণ ইউনিয়ন। আওয়ামী লীগ অধ্যুষিত এ এলাকাটি থেকে নৌকা পেতে আবেদন করেছেন ৯ জন। ৮ জন করে আবেদন করেছে সূচীপাড়া দক্ষিণ, টামটা উত্তর ও চিতোষী পশ্চিম ইউনিয়ন থেকে। এছাড়া চিতোষী পূর্ব ও মেহের দক্ষিণ ইউনিয়ন থেকে ৬ জন করে নৌকার মনোনয়ন চেয়েছেন। মেহের উত্তর থেকে ৫ জন মনোনয়ন প্রত্যাশী হলেও সবচেয়ে কম ৩ জন আবেদন করেছেন রায়শ্রী উত্তর ইউনিয়ন থেকে।

বর্তমান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদারের ইউনিয়ন থেকেই রেকর্ড সংখ্যক ১২ জন নৌকার মনোনয়ন প্রত্যাশী। এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভাগুলো উপজেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বর্ধিত সভা সফল করতে নৌকা প্রত্যাশীরা মিছিল ও শোভাযাত্রায় সভাস্থল মুখরিত করে রাখে। বর্ধিত সভার মাধ্যমে প্রার্থীদের ব্যাপক শোডাউন দেখা যায়। এ সুযোগে সম্ভাব্য প্রার্থীগণ তাদের শক্তি সমর্থনের জানান দেন। অনেকেরই মতে বর্ধিত সভার মাধ্যমে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ঐক্যবদ্ধ হতে সহায়তা করেছে। এর ফলে দল শক্তিশালী হয়েছে ও ঝিমিয়ে পড়া নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছে, যা আগামী নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে অনেকটাই সহায়ক হবে। বর্ধিত সভাগুলোতে স্থানীয় অনেক নেতার বিরুদ্ধে সাধারণ নেতা-কর্মীদের ক্ষোভের বিষয়টি ফুটে উঠে। সব মিলিয়ে একটি সফল ও শান্তিপূর্ণ বর্ধিত সভা করতে সক্ষম হয়েছে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু জানান, জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এজন্যে ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন ও সাংবাদিকদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, প্রার্থী তালিকা জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠিয়ে দেয়া হবে। দল যাকে যোগ্য মনে করবেন তাকে নৌকার মনোনয়ন দিবেন। আমরা সকল নেতা-কর্মী এক হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবো।

এদিকে এখনো তফসিল ঘোষণা করা হয়নি। তবে যে কোনোদিন ঘোষণা হতে পারে শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল। তফসিল ও মানোনয়নের দিকে তাকিয়ে রায়েছে শাহরাস্তি উপজেলাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়