প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০০:০০
কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের জলা তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩১ অক্টোবর রোববার বিকেলে ভবনটির উদ্বোধন করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হরিপদ সরকারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলাতানা খানম, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল আলম টগর, আওয়ামী লীগ নেতা ফারুক মোল্লা, সমাজসেবক সুমন সরকার প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাজীব আহমেদ রাজু, চেয়ারম্যান প্রার্থী মাওলানা নাছিরউদ্দীন, মোঃ ফারুক আহমেদ প্রধান, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।