প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ০০:০০
৩০ অক্টোবর শনিবার চাঁদপুরে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ছিলো ১.৬ শতাংশ। নতুন শনাক্ত হওয়া দুইজন হলো : চাঁদপুর সদর উপজেলায় ১ জন ও ফরিদগঞ্জ উপজেলায় ১ জন।
এদিকে নতুন শনাক্ত হওয়া দুইজনসহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ১৫০০৭ জন। এর মধ্যে মারা গেছে ২৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪৬৬৪ জন, চিকিৎসাধীন আছেন ১০৪ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে এ সব তথ্য।