প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০
শুক্রবার করোনা শূন্য চাঁদপুর
গতকাল শুক্রবার চাঁদপুরে কোনো করোনা রোগী শনাক্ত হয় নি। সে হিসেবে এদিন চাঁদপুরকে করোনা শূন্য বলা যেতে পারে। করোনার চলমান দ্বিতীয় ঢেউয়ে এ নিয়ে দ্বিতীয় দিন চাঁদপুর ছিলো করোনা শূন্য। আরো একদিন এমন করোনা শূন্য হয়েছিল চাঁদপুর জেলা। তবে করোনার একেবারে নি¤œগামিতার সময়ই চাঁদপুরে করোনা পরিস্থিতির এমন উন্নতি হলো।
গতকাল শুক্রবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, এদিন চাঁদপুর জেলায় ৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই নমুনা পরীক্ষার রিপোর্টে সবগুলোই নেগেটিভ আসে। এর আগের দিন বৃহস্পতিবার পাঁচজনের করোনা শনাক্ত হয়।