প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কাল চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী
আগামীকাল ২৯ সেপ্টেম্বর বুধবার একদিনের সংক্ষিপ্ত সফরে চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি এদিন বিকেল ৪টায় চাঁদপুর বাবুরহাট এলাকার রালদিয়া চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তরের নবনির্মিত কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করবেন। বিকেল সোয়া ৫টায় ২ ও ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি ও বর্ধিত সভা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক সভায় যোগদান করবেন। এই সভা শেষে চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।