প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে : আজ ২৮ সেপ্টেম্বর সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সোয়া ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মাল্যদান, সকাল ১০টায় মানবিক জননী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের অর্থায়নে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর উপহার প্রদান, বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও ৭৫তম জন্মাদিনের কেক কাটা অনুষ্ঠান, বিকেল ৫টায় অসহায়, বয়স্ক ও বিধবা নারীদের মাঝে মানবিক সহায়তা প্রদান, বাদ আসর বিভিন্ন মসজিদে মিলাদ, দোয়া ও তবররুক প্রদান। উক্ত সকল কর্মসূচিতে আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন তথা সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।