শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কোটি টাকার দানকৃত সম্পদ পেলো হাজীগঞ্জ ডিগ্রি কলেজ
কামরুজ্জামান টুটুল ॥

কোটি টাকার সম্পদ দানে পেলো হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। রোববার কলেজের নামে দলিলমূলে রেজিস্ট্রি বুঝিয়ে দেন এর দাতাগণ। উক্ত ১৯.৩৩ শতাংশ জমি রোববার থেকে কাগজপত্রে মালিকানা হলেও এর দখলে বহু আগে ডিগ্রি কলেজ ছিলো। এ নিয়ে একই স্থানে একত্রে প্রায় ৭ একর জমির স্থায়ী মালিকানা পেলো হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।

খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামের মরহুম আলহাজ্ব জব্বর আলী ওরফে আব্দুল জব্বরের ছেলে আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান ৯.৬৭ শতাংশ এবং মরহুম আলহাজ্ব আব্দুল মতিনের ছেলে মোঃ সারফারাজ নেওয়াজ খান তার বাবা ও পরিবারের পক্ষে ৯.৬৬ শতাংশ ভূমি হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে নিঃশর্তভাবে দান করেন। কলেজের পক্ষে অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের নামে এই ভূমি রেজিস্ট্রি করা হয়।

জানা যায়, কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ উল্লেখিত ১৯.৩৩ শতাংশ ভূশি ভোগ দখল করে আসছে। কলেজ ক্যাম্পাসে থাকা উক্ত সম্পত্তি তৎকালীন সময়ে আলহাজ্ব জব্বর আলী ওরফে আব্দুল জব্বর কলেজকে দান করেন। কিন্তু পরবর্তী সময়ে আব্দুল জব্বার মৃত্যুবরণ করায় কলেজের নামে রেজিস্ট্রি সম্পাদন করা হয়নি। দীর্ঘ ৫২ বছর পর বিষয়টি জানতে পেরে বর্তমান অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ কলেজের নামের উল্লেখিত ভূমি রেজিস্ট্রি করার উদ্যোগ নেন।

এরপর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসনের নির্দেশনাক্রমে রেজিস্ট্রি কার্য সম্পন্ন করা হয়।

রেজিস্ট্রি সম্পাদন শেষে রোববার কলেজ শিক্ষক মিলনাতয়নে দাতা সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান ও মোঃ সারফারাজ নেওয়াজ খানকে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দনপত্র, সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করেন কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও কলেজের দাতা সদস্য, প্রতিষ্ঠাতা সদস্যসহ কলেজের সাথে জড়িত প্রয়াত সকল সদস্যের আত্মার মাগফেরাত ও জীবিতদের মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করে এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান।

রেজিস্ট্রি কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, সালাউদ্দিন ফারুক মামুন, মোঃ শাহজামাল, গোলাম ফারুক মুরাদ, এসএম আক্তার হোসেন, সহকারী অধ্যাপক নাজমা আক্তার ও তৌহিদা আকতার। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যাহ্, সহকারী অধ্যাপক মোঃ সেলিম, মোজাম্মেল হোসেন, শরীফুল ইসলাম ভূঁইয়া, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মাকছুদুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়