প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের সুরক্ষা অ্যাপে করোনার টিকা নেয়ার জন্যে নিবন্ধন করতে গিয়ে জানতে পারলেন তিনি মৃত! গত শুক্রবার সকালে ভুক্তভোগীর স্বামী সুমন্ত চন্দ্র সূত্রধর বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। ভুক্তভোগী ওই নারীর নাম দুলালী সূত্রধর। তিনি ৮নং পাইকপাড়া ইউনিয়নের পূর্ব গাজীপুর সূত্রধর বাড়ির সুমন্ত চন্দ্র সূত্রধরের স্ত্রী। পেশায় তিনি গৃহিণী।
তিনি বলেন, ২০০৮ সালে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়েছিলেন। আগে কখনো তার জাতীয় পরিচয়পত্র ব্যবহারে কোনো রকম ঝামেলায় পড়তে হয়নি। তিনি ইতিপূর্বে এই এনআইডি কার্ড দিয়ে স্থানীয় এবং জাতীয় নির্বাচনে ভোট প্রদান করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন কাজে এ এনআইডি কার্ড ব্যবহার করে আসছেন। তিনি এ এনআইডি কার্ডের মাধ্যমে পাসপোর্ট করে পার্শ্ববর্তী দেশ ভারতে আসা-যাওয়া করেছেন। সম্প্রতি করোনার টিকা নেয়ার জন্যে সুরক্ষা অ্যাপে তার নাম নিবন্ধন করতে তিনি স্থানীয় ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান নির্বাচন অফিসের সার্ভারে তাকে অনেক আগেই মৃত দেখানো হয়েছে। মৃতের তালিকায় রয়েছে তার নাম। বিষয়টি দেখে তিনি বাক্রুদ্ধ হয়ে যান।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, এ রকম ঘটনা আগে অনেক উপজেলাতে দেখা গেছে। পরবর্তীতে তারা ইউপি চেয়ারম্যান থেকে প্রত্যয়নপত্র নিয়ে আসলে আমরা সার্ভার থেকে তাদের স্ট্যাটাস জীবিত করে দিয়েছি। পরে তারা সুরক্ষা অ্যাপে টিকার জন্যে নিবন্ধন করতে পেরেছেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদের সময় ভুলবশত তাদের মৃত দেখানো হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরির মতামত নিতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।