শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় ইউনিফর্ম না থাকায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ইউনিফর্ম না থাকায় ৭ শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়া হয়েছে। ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ এমদাদ উল্লাহ এই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেন।

এ ব্যাপারে ২০২১ সালের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী রাকিব বিন খায়ের জানান, মঙ্গলবার সকালে রাসেল স্যার আমাদের ক্লাস নিচ্ছিলেন। এ সময় শরীরচর্চা শিক্ষক এমদাদ উল্লাহ স্যার শ্রেণিকক্ষে প্রবেশ করেই সাকিন মাহমুদ শৈশব, রিফাত হোসেন, রাকিব হোসেন, নাজাফউদ্দীন, আবু বক্কর সিদ্দিক সজীব এবং মোঃ সাজেদুল ইসলামসহ আমাকে ইউনিফর্ম না থাকায় শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যাওয়ার জন্যে বলেন। পরে রসায়নের শিক্ষক রাসেল স্যার আমাদের সাময়িক ক্ষমা করার জন্যে এমদাদ স্যারকে অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমাদেরকে ব্যবহারিক পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়ে শ্রেণিকক্ষ ত্যাগ করার জন্যে বলেন।

এ বিষয়ে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষক মোঃ এমদাদ উল্লাহর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সময় আমি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে ছিলাম। পরে বিদ্যালয়ে এসে ঘটনার বিষয়ে অবগত হয়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান জানান, করোনার কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের ইউনিফর্ম পরার বাধ্যতামূলক কোনো নির্দেশনা আসেনি। কিছুটা শিথিল রাখতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দীপায়ন দাস শুভ জানান, এই মাত্র আপনার মাধ্যমে সংবাদটি শুনেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, স্কুল ইউনিফর্ম নিয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি গত ১২ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুর স্কুল এন্ড কলেজ পরিদর্শনে গিয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইতিপূর্বে শরীরচর্চা শিক্ষক মোঃ এমদাদ উল্লাহ তার কাছে প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে প্রশ্নফাঁস, শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, মেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে বোরকা পরে আসতে নিষেধ করা নিয়ে ব্যাপক সমালোচনায় পড়েন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়