শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ইলিশের আমদানি বাড়লেও দাম কমেনি

একদিনে ঘাটে এসেছে দেড় হাজার মণ মাছ
মিজানুর রহমান ॥

দেশে জাতীয় মাছ ইলিশের সবচাইতে বড় বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। যদিও স্থানীয় মেঘনা ও পদ্মা নদীতে এখন ইলিশের দেখা পাচ্ছে না জেলেরা। তবে উপকূলীয় এলাকার ইলিশ মাছে আবারো জমজমাট হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। একদিনেই ঘাটে এসেছে ইলিশ বোঝাই ১৫/১৬টি ফিশিং বোট। যাতে ইলিশের পরিমাণ হবে প্রায় দেড় হাজার মণ। এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আঃ বারী জমাদার মানিক।

তিনি বলেন, চাঁদপুর বড়স্টেশন মাছঘাট হলো ইলিশের ল্যান্ডিং জোন। আমরা দাদন দিয়েছি, তাই চাঁদপুরে ইলিশ আসে। গত দুই-তিনদিন ইলিশের আমদানি কিছুটা বেড়েছে। প্রতি মণ ইলিশে দুই-তিন হাজার টাকা কমেছে। তবে এটি কাক্সিক্ষত পরিমাণ আমদানি নয়। সামনে আরও বেশি পরিমাণ ইলিশ এখানে আসবে বলে আশা করেন তিনি।

এদিকে মঙ্গলবার সরেজমিনে ঘাটে গিয়ে দেখা যায় পটুয়াখালী, ভোলা ও নোয়াখালীর হাতিয়া অঞ্চল থেকে ইলিশ বোঝাই সারি সারি ফিশিং বোট মাছঘাটের পন্টুনে বাঁধা। এক এক করে বোট থেকে ইলিশ উঠানো হচ্ছে আড়তে। ফিশিং বোট থেকে ঝুড়ি ঝুড়ি ইলিশ তুলছেন শ্রমিকরা।

এদিন সবচেয়ে বেশি ইলিশ পাইকারি ক্রয়-বিক্রয় হয়েছে হাজী মালেক খন্দকার, হাজী গফুর জমাদার, বাবুল হাজী ও রব চোকদারের আড়তে।

৫০০-৭০০ গ্রাম সাইজের প্রতি মণ ইলিশ পাইকারি বিক্রি হয়েছে সাড়ে ১৮ হাজার থেকে ২২ হাজার ৫শ’ টাকা দরে। এক কেজির উপরে ইলিশ ক্রয়-বিক্রয় হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা মণ দরে।

সাধারণ ক্রেতারা জানান, চাঁদপুরে ইলিশের ভরপুর আমদানি হলেও দাম তেমন একটা কমেনি। ঘাটে আসা অধিকাংশ ইলিশ দেশের বিভিন্ন জায়গায় চলে যাওয়ায় এখানকার মানুষ বেশি পরিমাণ ইলিশ আমদানির সুফল পাচ্ছে না।

ক্রেতা সাধারণ বলেন, চাঁদপুরে পদ্মা-মেঘনায় মাছ কম ধরা পড়লেও চাহিদা মেটাচ্ছে সাগরের ইলিশ। তবে বাজারে ইলিশের আমদানি বাড়লেও দাম তেমন কমেনি। ইলিশের ভর মৌসুমে এখনো ৪/৫শ’ গ্রাম ওজনের ছোট ইলিশের কেজি ৫শ’ টাকার উপরে।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান বলেন, চাঁদপুর মাছঘাটে গড়ে প্রতিদিন চার থেকে ছয় মেট্রিক টন ইলিশ আসছে। সাগরে কম্বিং অপারেশন শেষ হয়েছে। এখন জেলেরা সেখানে মাছ ধরছেন। আগামী সপ্তাহ থেকে ইলিশের আমদানি আরও বাড়বে।

তিনি জানান, গত বছরের তুলনায় এবার বৃষ্টিপাত কম। সে কারণে চাঁদপুরের নদী অঞ্চলে ইলিশ কম আসছে। এখানে আসা ইলিশ শুধু চাঁদপুরেই নয়, দক্ষিণের অনেক জেলা থেকেই এখানে ইলিশ আসে।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য জানান, ভরা পূর্ণিমার কারণে এখন সাগর ও উপকূলীয় অঞ্চলে প্রচুর ইলিশ ধরা পড়ছে। সামনে ইলিশের প্রজনন মৌসুম। এখন ইলিশ ক্রমান্বয়ে বাড়তে থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়