প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর বড় স্টেশনে রেলওয়ে ওয়াশপিটের ফিশপ্লেট চুরির ঘটনায় রেলওয়ে নিরাপত্তাবাহিনী বা আরএনবির অভিযানে আটক দুই আসামীর ১জন হাতে পরা হ্যান্ডকাপসহ পালিয়েছে।
জানা যায়, গত কয়েক দিন পূর্বে রেলওয়ে ওয়াশপিট থেকে ১৬পিচ ফিশপ্লেট চুরির ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা উক্ত মালামাল উদ্ধারে মাঠে নামে। এরপর কৌশল অবলম্বন করে শহরের কাঁচ্চা কলোনীর দুই বাসিন্দা মনির হোসেন গাজী (৩০) ও মোহন গাজী (৩৩)কে আটক করে।
এরপর তাদের তথ্যানুযায়ী শহরের দুটি ভাঙ্গারি দোকান থেকে ১৬পিচ ফিশপ্লেট উদ্ধার করে।
একপর্যায়ে অভিযান শেষে ১৯ সেপ্টেম্বর রোববার বিকেলে নিরাপত্তা বাহিনীর অফিসে ইনচার্জ খোরশেদ আলমসহ বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বললে নিরাপত্তা বাহিনীর সদস্য মানিক গাজীকে আটক দুই চোরকে বাথরুমে নিতে নির্দেশ দেয়া হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্য মানিককে ধাক্কা মেরে ফেলে দিয়ে দুই চোর হ্যান্ডকাপসহ দৌড় দেয়।
পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া করলে চলন্ত অটোবাইকের সাথে ধাক্কা লেগে চোর মনির গাজী (৩০) পড়ে গিয়ে মাথা ফেটে আহত হয়। অপর চোর মোহন গাজী (৩৩) হাতে থাকা হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এই ঘটনায় রেলওয়ে বড়স্টেশন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে হ্যান্ডকাপ পরাবস্থায় দুই চোর পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী চাঁদপুরের ইনচার্জ মোঃ খোরশেদ আলমের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।