শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

নারায়ণ ঘোষ হত্যাকাণ্ড : ঘাতক রাজুকে পুলিশের কাছে হস্তান্তর

নারায়ণ ঘোষ হত্যাকাণ্ড : ঘাতক রাজুকে পুলিশের কাছে হস্তান্তর
গোলাম মোস্তফা ॥

নারায়ণ ঘোষের খুনি রাজু সিলেট জেলা সিআইডি পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল তাকে চাঁদপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাজুকে ১৯ সেপ্টেম্বর রোববার সিলেট জেলা সিআইডি পুলিশ আটক করে। গতকাল ২০ সেপ্টেম্বর সোমবার বিকেলে চাঁদপুর জেলা পুলিশের কাছে রাজুকে হস্তান্তর করা হয়।

চাঁদপুর শহরের ঘোষপাড়ার বাসিন্দা দধি ও মিষ্টান্ন ব্যবসায়ী নারায়ণ ঘোষকে গত ১৫ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে বিপণীবাগ টিপটপ সেলুনের কর্মচারী রাজু গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। বাজারের নাইটগার্ড ইসমাঈলের বিবরণ থেকেই নিশ্চিত হওয়া যায় সেলুন কর্মচারী রাজুই নারায়ণের খুনি। এ ঘটনার পরদিন রাতে নিহত নারায়ণ ঘোষের ছোট ছেলে রাজীব ঘোষ রাজু বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাজুকে প্রধান আসামী করা হয়। মামলা দায়েরের পর থেকেই ঘাতক রাজুকে আটকের জন্যে নানাভাবে অভিযান চালায় চাঁদপুর জেলা পুলিশের একাধিক টিম। তাৎক্ষণিক জেলা পুলিশ সারাদেশে এবং সীমান্ত এলাকায় ম্যাসেজ পাঠিয়ে দেয়। ঘাতক রাজুকে চিহ্নিত করার জন্যে সকল প্রয়োজনীয় তথ্যাদিও উক্ত ম্যাসেজে সংযুক্ত করা হয়। যাতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। অবশেষে ঘটনার চারদিনের মাথায় ১৯ সেপ্টেম্বর রোববার কোনো এক সময় সিলেট জেলা সিআইডি পুলিশ ঘাতক রাজুকে আটক করে পূর্ণ শনাক্তের মাধ্যমে নিশ্চিত হয় নারায়ণ ঘোষ হত্যার ঘাতক এই সেই রাজু। পরে বিষয়টি সিলেট জেলা পুলিশ চাঁদপুরের পুলিশ সুপারকে অবহিত করে।

এদিকে খুনি রাজু আটক হয়েছে এমন গুঞ্জন ১৯ সেপ্টেম্বর রোববার বিকেল থেকেই শহরজুড়ে শোনা যায়। অবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে গতকাল ২০ সেপ্টেম্বর সোমবার বিকেলে ঘাতক রাজুকে চাঁদপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) ঘাতক রাজুকে গ্রেফতার এবং তাকে জেলা পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি স্বীকার করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়