প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
সমকাল-বিএফএফ আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২১
চাঁদপুর আল-আমিন স্কুল এন্ড কলেজ সেমি-ফাইনালে
সমকাল-বিএফএফ আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২১-এর কোয়ার্টার ফাইনালে গতকাল খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের মাধ্যমিক পর্যায়ের দল। এর আগে শুক্রবার এ দলটি ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে।
|আরো খবর
‘জলবায়ু মোকাবেলায় সরকার প্রস্তুত নয়’- এ বিষয়ে বিপক্ষ দল হিসেবে আল-আমিন একাডেমি গতকালকের বিতর্কে অংশ নিয়ে খুলনার দলকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে আসে। সেমিতে ৪টি দলের সাথে লড়বে আল-আমিন একাডেমি। করোনার কারণে সারাদেশের প্রতিযোগিতায় টিকে আসা দলগুলো গত ২ দিনের প্রতিযোগিতায় ভার্চুয়াল পদ্ধতিতে অংশ নেয়। তবে ফাইনাল রাউন্ড হবে মুখোমুখি। সামনের যে কোনো দিনে, খুব শীঘ্রই জানিয়ে দেয়া হবে সময়। তিন বিতার্কিক প্রতিপক্ষের সাথে প্রাণবন্ত বিতর্ক করে। আল-আমিন একাডেমি ছাত্রী শাখার প্রধান নাসরিন পারভীনের কক্ষে গতকাল দর্শক স্রোতার আসনে ছিলেন অনেকেই। তাঁরা সবাই মুগ্ধ হন স্কুলের বিতার্কিকদের বিতর্ক শুনে। এই আয়োজনে প্রথম থেকেই তাদের সর্বাত্মক সহযোগিতা করে আসছেন নাসরীন পারভীন ।
উল্লেখ্য, এ বছরের গোড়ার দিকে প্রতিবছরের ন্যায় রাজধানীসহ ৬৪ জেলা থেকে ৫ শতাধিক দল অংশ নেয় বিতর্ক প্রতিযোগিতায়। জেলা পর্যায়ে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে আল-আমিন একাডেমির এ দলটি চাঁদপুরের ৭টি স্কুলকে হারিয়ে বিভাগীয় পর্যায়ে সরাসরি ঢাকায় অংশ নেয় এবং বিভাগীয় পর্যায়ে সবাইকে তাক লাগিয়ে তারা সেমি-ফাইনাল পর্যায়ে এসে পৌঁছলো। জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় আল-আমিন একাডেমির হয়ে প্রতিনিধিত্ব করা তিন কৃতী বিতার্কিক হচ্ছে-ফাহমিদা আক্তার নিমু, ফারাহ আদিবা ও নূরুন নাহার ফাহমিদা।