শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুরে পুষ্টি প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
জয়নাব ॥

চাঁদপুরে শেষ হয়েছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব। চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৫জন শিক্ষার্থীকে নিয়ে ৬টি বিষয়ের উপর পক্ষ-বিপক্ষ দলের মধ্যে তীব্র লড়াই হয়। ফাইনালে ‘পরিবেশ রক্ষায় ব্যক্তির ভূমিকাই প্রধান’ বিষয় নিয়ে যুক্তিতর্ক শেষে চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল। এতে রানার্সআপ ট্রফি জিতে চাঁদপুর হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় দল।

বিতর্ক উৎসবে বারোয়ারী বিতর্ক পর্বে শ্রেষ্ঠত্ব অর্জন করে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাঈশা। এছাড়া নিম্ন মাধ্যমিক কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ তাহসিন আহমেদ, দ্বিতীয় স্থান অর্জন করে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহফুজা মুনজেরিন মীম ও তৃতীয় স্থান অর্জন করে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাত। মাধ্যমিক পর্যায়ে কুইজে প্রথম স্থান অর্জন করে বাবুরহাট স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার মীম, দ্বিতীয় স্থান অর্জন করে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মাকনুন তাবাসসুম ও তৃতীয় স্থান অর্জন করেছে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোঃ জুবায়েদ ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

এ সময় তিনি বলেন, সব ভালো কাজের সাথে প্রথম আলো সব সময় লেগে আছে। আলোর দিশারী হিসেবে সমাজের প্রতিটি মানুষকে পথ দেখায়। এই বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে আমি মনে করি।

দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, মোঃ মাসুদুর রহমান, সামীম আহমেদ খান, রাজন চন্দ্র দে, মোঃ সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন সিরাজী, কল্পনা সরকার, মুশফিকা ইসলাম, ফারজানা কুমকুম ও ফয়সাল ফরাজী।

এর আগে সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিতর্ক উৎসবের সূচনা করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস। প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো কেন্দ্রীয় বন্ধুসভার সভাপতি উত্তম রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেন্যু প্রতিষ্ঠান চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমিনুল হক সরদার। এ সময় শিক্ষার্থীদের মাদককে না বলার শপথ করান ও মাদকের কুফল নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও সনাক চাঁদপুরের সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অসিত বরণ দাশ বলেন, সামনে আমাদের এগিয়ে যাওয়ার উপরে ওঠার অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবেলা করে আমাদের এগুতে হবে। এ জন্যে এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম আলো নানাভাবে কাজ করছে। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসবসহ অনেক আয়োজন করে দেশকে আরও এগিয়ে নিবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

পরে স্কুল মিলনায়তনে চাঁদপুর বন্ধুসভার সভাপতি রিফাত কান্তি সেনের সঞ্চালনায় সনাতনী বিতর্কের ওপর সংক্ষিপ্ত কর্মশালা পরিচালনা করেন কেন্দ্রীয় প্রথম আলো বন্ধুসভার সভাপতি উত্তম রায় ও সনাক চাঁদপুরের সভাপতি ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া।

বিতর্কে অংশ নেয় চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৫জন শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে : হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, বাবুরহাট স্কুল এন্ড কলেজ, চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়, বহরিয়া উচ্চ বিদ্যালয়, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমি, চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজ, উত্তর শাহতলী জোবায়দা বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও লক্ষ্মীপুর আদর্শ সামাদিয়া উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানটির সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার বন্ধুরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়