শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলে সুযোগ পেলো চাঁদপুরের ৬ ক্রিকেটার
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলে সুযোগ পেলো চাঁদপুরের ৬ ক্রিকেটার। চট্টগ্রামের নয়টি জেলার ক্রিকেটারদের নিয়ে চট্টগ্রাম বিভাগীয় দল গঠন করা হচ্ছে। এ দলটি আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকার বিকেএসপিতে বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে বিকেএসপিতে যাবেন।

বিভাগীয় ক্রিকেট কোচ শামীম ফারুকীর নেতৃত্বে ছয় সদস্যের চাঁদপুরের ৬ খেলোয়াড় বুধবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়া চাঁদপুরের ৬ খেলোয়াড় হলো : শাহেদ হাসান অমি, মকবুল আহমেদ, অনুরাগ মিত্র, হাসান গাজী, তারেক রহমান ও ফরহাদ বেপারী।

ঢাকার বিকেএসপিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের দলটি আগামী ২২ সেপ্টেম্বর খেলবে রংপুরের সাথে। ২৫ সেপ্টেম্বর বিকেএসপি, ২৬ সেপ্টেম্বর রাজশাহী ও ২৮ সেপ্টেম্বর এ দলটি খেলবে ঢাকা দক্ষিণের সাথে।

বিভাগীয় ক্রিকেট কোচ সৈয়দ শামীম ফারুকীর সাথে বুধবার রাতে মুঠোফোনে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের ৯টি জেলা দলের ক্রিকেটারদের বাছাই করে চট্টগ্রাম বিভাগের দলটি গঠন করা হয়েছে। বুধবার ২০ জন ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়েছে। ২০ জন ক্রিকেটার থেকে ১৫ জনের দল গঠন করে চট্টগ্রাম বিভাগের দলটি বিকেএসপির উদ্দেশে রওনা করবে। বিভাগীয় দলের চাঁদপুরের ছয় ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়