প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
১৫ সেপ্টেম্বর বুধবার চাঁদপুর জেলায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিন ৩৫ জনকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল ২৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫.১৫ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ১২ জন হচ্ছে : চাঁদপুর সদরে ৪, মতলব দক্ষিণে ১, হাজীগঞ্জে ২, হাইমচরে ১, ফরিদগঞ্জে ৩ ও শাহরাস্তি উপজেলায় ১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭শ’ ৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ২৩৪ জন, সুস্থ হয়েছেন ১৪,৩৭৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩৮ জন।