শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বাপের বাড়িতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর শহরে বাপের বাড়িতে বেড়াতে এসে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার আষ্টা পাটোয়ারী বাড়ির বাসিন্দা প্রবাসী সুজন পাটোয়ারীর সাথে একই এলাকার প্রবাসী পিন্টু পাটোয়ারীর দ্বিতীয় মেয়ে শাহনাজ আক্তারের গত ৩ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর শাহনাজের স্বামী সুজন পাটোয়ারী পুনরায় বিদেশ গিয়ে এখনো সেখানে রয়েছেন।

এদিকে এই দম্পতির সংসারে কোনো সন্তান না থাকলেও সুখের সংসার ভালোই চলে আসছিলো। গত ১৫ দিন পূর্বে শাহনাজ আক্তার বাপের ভাড়া বাসায় বেড়াতে আসেন।

চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ আঃ ছাত্তার সিদ্দিকীর বিল্ডিংয়ের ২য় তলায় বাপের ভাড়া বাসায় গতকাল ১৫ সেপ্টেম্বর বুধবার সকলের অগোচরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে শাহনাজ আত্মহত্যা করেন।

নিহত শাহনাজের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্য শাহনাজকে বাসায় রেখে পারিবারিক কাজে বাসার বাইরে গিয়ে বাসায় এসে দরজা খোলার জন্যে বহু ডাকাডাকির পরও দরজা খুলতে পারেনি। এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

বিষয়টি চাঁদপুর সদর মডেল থানাকে জানালে মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের নির্দেশে এসআই ইকবাল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়