প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বাবুরহাট মধ্য বাজার কাপড় গলিতে বাবুরহাট প্লাজার ২য় তলায় এই ব্যাংকের এজেন্টের ৩৬৯/৫৩৭তম শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে চাঁদপুরের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বাবুরহাট বাজার শাখার এজেন্ট মোঃ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, ব্যবসায়ী আঃ ছাত্তার খান, পলাশ দে প্রমুখ। উপস্থিত ছিলেন বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ফারুক আহমেদ, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পালোয়ান, বাবুরহাট এজেন্ট শাখার অপারেশন ম্যানেজার মোঃ মারুফ চৌধুরীসহ বাজারের ব্যবসায়ীগণ।